Breaking

Saturday, January 14, 2023

বাউড়িয়া বুড়িখালী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন ও সাংস্কৃতিক সন্ধ্যা

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার, বাউড়িয়া বুড়িখালী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে, ১২ ই জানুয়ারী, বৃহস্পতিবার, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে, সারাদিন ব্যাপী অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এদিন বসে আঁকো প্রতিযোগিতা, কবিতা ও যোগব্যায়াম সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া রেলের ভারপ্রাপ্ত অফিসার এন. সি. পান্ডে সহ অন্যান্য আধিকারিকগণ। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারি কিশোর ও কিশোরীদের হাতে পুরস্কার তুলে দেন রেলের আধিকারিকগণ। অনুষ্ঠানে যোগ্যব্যায়াম প্রদর্শনী করেন ক্ষুদেরা। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী দীপক গাঙ্গুলী, সমাজসেবী ও লেখক দীপক জানা। উপস্থিত ছিলেন বাউড়িয়া বুড়িখালী ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তথা এই সমগ্র অনুষ্ঠানের আয়োজক তাপস ঘোষ। 

এদিন তাপস ঘোষ বলেন, এখন সমাজে যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে কিশোর থেকে কিশোরীরা সেখান থেকে বেরিয়ে আসার জন্যই আমরা এই যোগব্যায়াম প্রক্রিয়া চালু করছি। তার সাথে সাথে আগামী দিনের বার্তা থাকবে সমাজে যারা পরিবারের মাতা পিতাকে দেখেন না, তাদের মাতা পিতার জন্য একটা আশ্রম করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। আগামী দিনের এই সংস্থাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা দুস্থ পরিবারদের, গরিবদের অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে চলেছি। কারণ মহামারী রোগের সময় দেখেছি কি ভাবে কষ্টের মধ্যে তারা গাড়ি ভাড়া করে অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে পারেন নি। আমরা সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে চাই। 

No comments:

Post a Comment

Adbox