Breaking

Saturday, January 14, 2023

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উলুবেড়িয়া পূর্ব চক্রের উদ্যোগে রক্তদান শিবির

ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া :- ১২ ই জানুয়ারী, বৃহস্পতিবার, গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার একটি সামাজিক অনুষ্ঠান ভবনে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উলুবেড়িয়া পূর্ব চক্রের উদ্যোগে এবং IPTA, বাউড়িয়া 'মশাল ' শাখা ও মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের সহগোগিতায় অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। 

এদিন অনুষ্ঠানের উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন ABPTA রাজ্য সভাপতি মোহনদাস পণ্ডিত, উপস্থিত ছিলেন পূর্ব চক্রের সভাপতি সুকুমার প্রামাণিক, উপস্থিত ছিলেন পূর্ব চক্রের সম্পাদক সৌমেন বাগ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। 

পূর্ব চক্রের সম্পাদক সৌমেন বাগ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে সমস্ত মানুষ রক্তদান কর্মসূচি পালন করুন। কোনো অর্থের বিনিময় না, নিজ ইচ্ছায়, স্বেচ্ছায় রক্তদান করুন। রক্তদান মানে জীবন দান, এটাই অঙ্গীকার হোক। 

সংগঠনের সভাপতি সুকুমার প্রামানিক বলেন, গত দুই বছরে করোনার সময় যেভাবে মানুষ আক্রান্ত হয়েছিলেন মহামারী রোগে। আমাদের সংগঠন ১৩ মাস যাবৎ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। আগামীদিনেও আমরা পুরোপুরি সহযোগিতা করবো বলে আশ্বাস দেন। করোনার সময় অটো চালক, রিক্সা চালক ও দরিদ্র মানুষকে সহযোগিতা করেছি। পুরোপুরি না পারলেও কিছুটা হলেও আমরা সাহায্য করতে পেরেছি। 

No comments:

Post a Comment

Adbox