Breaking

Friday, January 13, 2023

উলুবেড়িয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন

ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং উলুবেড়িয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত হয় বীর সন্নাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন। 

এদিন অঙ্কন প্রতিযোগিতা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, যোগাসন, শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় দিনটি। ১৬ নম্বর ওয়ার্ডের করণ পাড়া প্রাইমারী বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি। 

এদিনের এই অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর। উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহিনুদ্দিন মিদ্দে (বাদশা) সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা। 

উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রাখী করণ। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী। উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়দীপ করণ। উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাসান আলী সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ব। 

এদিন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস বলেন, ১৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রাখী করণ এই ওয়ার্ডের মানুষের জন্য কাজ করছে। সব থেকে কনিষ্ঠতম পৌরমাতা সে। পৌরসভায় আপনাদের জন্য সমস্ত কাজকে আদায় করে নিয়ে এসে আপনাদের এলাকায় উন্নতি করছেন পৌরমাতা রাখী করণ। আপনাদের এলাকার মানুষের সৌভাগ্য যে আপনারা এইরকম একজন পৌরমাতা কে পেয়েছেন, যে সর্বদাই আপনাদের হয়ে কাজ করতে ব্যস্ত। কি করে কাজ আদায় করে নিয়ে আসতে হয় তা তিনি দেখিয়ে দিচ্ছেন। এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলের লাইন বিনা পয়সায় সংযোগ দেবেন বলে জানান তিনি। প্রায় ৪০০ টি বাড়িতে এই জলের লাইন দেওয়া হবে।

No comments:

Post a Comment

Adbox