ডেস্ক রিপোর্ট, হাওড়া, আমার কলম :- গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাউড়িয়ার ৩ নম্বর ওয়ার্ডে, ১২ ই জানুয়ারী, বৃহস্পতিবার, স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে পালিত হয় জাতীয় যুব দিবস। আর এই জাতীয় যুব দিবস উপলক্ষে উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডাক্তার সুমন সাঁপুই এর নেতৃত্বে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, শীত বস্ত্র বিতরণ এবং স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন।
এদিন বাউড়িয়ার রামেশ্বরনগরে যুবগোষ্ঠী ক্লাবের মাঠে পালিত হয় জাতীয় যুব দিবস। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় ৩৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উলুবেড়িয়া ব্লাড ব্যাংক ও সঞ্জীবন হাসপাতাল এর সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
এদিন বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর সহ উলুবেড়িয়া পৌরসভার সকল সিআইসি মেম্বাররা এবং অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা। উপস্থিত ছিলেন বাউড়িয়া গ্লস্টার জুটের ম্যানেজিং ডিরেক্টর ধরম চাঁদ বাহেতি। উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি আকাশ রজক সহ অন্যানো বিশিষ্ট ব্যক্তিগণ।
এদিনের অনুষ্ঠান থেকে মন্ত্রী পুলক রায় বলেন, এলাকায় আরো উন্নতি করতে হবে, আমাদের মুখ্যমন্ত্রী সর্বদাই মানুষের সেবার জন্য বিভিন্ন প্রকল্প চালুর সাথে সাথে মেলা, খেলা অনুষ্ঠানও করে থাকেন। আপনারা ডাক্তার সুমন সাঁপুই এর মতোন ভালো মানুষ পেয়েছেন।
বিরোধী রাজনৈতিক দল গুলিকেও আক্রমণ করেন মন্ত্রী। তিনি বলেন, বাম সরকার কোনোদিন মানুষের কথা ভাবেনি। এইরকম শীতকালীন বস্ত্রবিতরণী সহ স্বাস্থ্য শিবির কোনোদিন করেছেন বলে জানা নেই। ওনাদেরও পৌরপিতা ছিলেন ডাক্তারবাবু তিনি ৪০০ টাকা করে ভিসিট নিতেন রোগী দেখে। তিনিও করেননি এইরকম সামাজিক কাজ। বিজেপি যারা নিজেদেরকে হিন্দুত্ববাদী বলে দাবি করেন, তারা উলুবেড়িয়াতে কোথাও স্বমীজীর প্রতিকৃতিতে মাল্যদান করেছে বলে আমার জানা নেই। স্বমীজীর মতো আদর্শ হিন্দুত্ব আর কেউ আছেন নাকি। স্বমীজীকেই মানেন না বিজেপি দলটা। সাম্প্রদায়িক বিভাজন ছাড়া আর কোনো কাজ নেই। আর সুমন সাঁপুই নিজের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন, তাকে অসংখ্য ধন্যবাদ।
এদিন গ্লস্টার জুটের ডি সি বাহেতি বলেন, বাউড়িয়া অন্য একটা পার্ক সহ রাস্তার ধারে আলোর ব্যবস্থা করবেন। তার সাথে সাথে নতুন দুটি কারখানার কাজ শেষের পথে। দুটি কারখানায় প্রায় শ্রমিক লাগবে ১৯০০ জন। তিনি মন্ত্রী পুলক রায় কে আশ্বাস দেন বাউড়িয়াতে আরও উন্নতি ঘটানোর জন্য পূর্ণ সহযোগিতা করবেন ডি সি বাহেতি।
No comments:
Post a Comment