ডেস্ক রিপোর্ট, হাওড়া, আমার কলম :- ১১ জানুয়ারী, বুধবার, থেকে গ্রামীণ হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রে, পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক এর নেতৃত্বে শুরু হলো 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি। এদিন পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচলা ব্লকের বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির অঙ্গ হিসাবে 'অঞ্চলে একদিনে নেতৃবৃন্দের কর্মসূচি' অনুষ্ঠিত হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ তথা বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল মোমিন মল্লিক। উপস্থিত ছিলেন বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান সহ এই পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে এই গ্রাম পঞ্চায়েতের বহু সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
এদিন বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতের, বনহরিশপুর বাজার থেকে বনহরিশপুর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন বিধায়ক গুলশান মল্লিক এই গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সাথে কথা বলেন। এছাড়াও এদিন বিধায়ক গুলশান মল্লিক এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত বিদ্যালয়, মসজিদ সহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন।
বিধায়ক গুলশান মল্লিক এলাকার সাধারণ বাসিন্দারা সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন কি না সে ব্যাপারে জানেন সাধারণ মানুষের কাছ থেকে। এই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষেরা খুবই খুশি হয় তাদের বিধায়কের কাছে পেয়ে।
No comments:
Post a Comment