Breaking

Tuesday, January 24, 2023

পৌরপিতা অসিরঞ্জন অধিকারীর উদ্যোগে পালিত হয় নেতাজীর জন্মদিবস

নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- ২৩ শে জানুয়ারী, সোমবার, বীর বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম দিবস। আর এই ২৩ শে জানুয়ারী, গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডে পালিত হয় বীর বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম দিবস। 

উলুবেড়িয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার অসিরঞ্জন অধিকারীর উদ্যোগে পালিত হয় নেতাজীর জন্মদিবস। এদিন পৌরপিতা অসিরঞ্জন অধিকারীর কার্যালয়ের সামনে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন পৌরপিতা অসিরঞ্জন অধিকারী। তারপর নেতাজীর ছবিতে মাল্যদান করেন পৌরপিতা সহ উপস্থিত সকলে। 

এদিন চেঙ্গাইলে বীর শহীদ বাবলু সাঁতরার মূর্তির পাদদেশ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। এই শোভাযাত্রার পা মেলান এলাকার বহু মানুষেরা। এদিনের এই পদযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

No comments:

Post a Comment

Adbox