নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- ২৩ শে জানুয়ারী, সোমবার, বীর বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম দিবস। আর এই ২৩ শে জানুয়ারী, গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত ''স্পোর্টিং লাইফ বাউড়িয়া''-র উদ্যোগে পালিত হয় বীর বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম দিবস। "স্পোর্টিং লাইফ বাউড়িয়া'' মূলত ছাত্র ছাত্রীদের ক্যারাটে ও জিমনাস্টিক প্রশিক্ষণ দিয়ে থাকে।
এদিন সকালে প্রভাত ফেরীর আয়োজন করা হয় ''স্পোর্টিং লাইফ বাউড়িয়া''-র উদ্যোগে। এই প্রভাত ফেরীতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডেভিড রাও। উপস্থিত ছিলেন ''স্পোর্টিং লাইফ বাউড়িয়া''-র সম্পাদক শ্যামা প্রসাদ আদক। উপস্থিত ছিলেন সমাজসেবী দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।
প্রভাত ফেরীর পর বাউড়িয়া বেনেখালী কালী মন্দির প্রাঙ্গণে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরপিতা ডেভিড রাও। এরপর নেতাজীর ছবিতে মাল্যদান করেন পৌরপিতা ডেভিড রাও সহ উপস্থিত সকলে। ''স্পোর্টিং লাইফ বাউড়িয়া''-র ছাত্র ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় ক্যারাটে ও জিমনাস্টিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।


No comments:
Post a Comment