ডেস্ক রিপোর্ট, আমার কলম :- আবারও মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো হাওড়া। মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় দুষ্কৃতীদের মারধরে মৃত্যু হলো বাবার! ঘটনাটি ঘটেছে, হাওড়ার শ্যামপুরের গোবিন্দপুর গ্রামে।
সূত্রের খবর, গত ২২ শে জানুয়ারী, রবিবার, রাত ৯ টা নাগাদ টিউশন পড়ে বাড়িতে আসছিল দশম শ্রেণীর ছাত্রী। আর ঠিক তখনই অন্ধকার গলিতে কয়েকজন দুষ্কৃতী ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। এই ঘটনার খবর পেয়ে ছাত্রীর বাবা ঘটনাস্থলে এসে প্রতিবাদ করে রুখে দাঁড়িয়েছিলেন।
আর এই প্রতিবাদ করায় দুষ্কৃতীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় এবং তাকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ছাত্রীর বাবাকে প্রথমে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সেখান থেকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তার পরের দিনই মৃত্যু হয় ছাত্রীর বাবার। মৃত দেহ গ্রামে পৌঁছতেই এলাকাবাসীরা বিক্ষোভ শুরু করে। শববাহী গাড়ী রাস্তায় রেখেই বিক্ষোভ করেন স্থানীয়রা। অবিলম্বে দুষ্কৃতীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা।


No comments:
Post a Comment