নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- ২২ শে, জানুয়ারী, রবিবার, থেকে শুরু হয়েছিল গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার, "তালতলা স্পোর্টিং ক্লাব"-এর উদ্যোগে আয়োজিত "তালতলা উৎসব ২০২৩"। রবিবার, নৃত্য প্রতিযোগিতা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, নাটক সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দুই দিন ব্যাপী "তালতলা উৎসব ২০২৩" এর দ্বিতীয় দিনে অর্থাৎ ২৩ শে জানুয়ারী, সোমবারও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাউড়িয়ার ''ফোর্ট গ্লস্টার মুক্ত মঞ্চে" অনুষ্ঠিত হয় এই তালতলা উৎসব।
তালতলা উৎসবের দ্বিতীয় দিনে অর্থাৎ ২৩ শে জানুয়ারী, সোমবার, সকালে "রাস্তা দৌড়" এর আয়োজন করা হয়। বাউড়িয়ার সুরশ্রী সিনেমা থেকে তালতলা স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত এই রাস্তা দৌড় অনুষ্ঠিত হয়। এরপর আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চ্ক্ষু পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়। রক্তদাতা দের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
এদিন ২৩ শে জানুয়ারী, নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন তালতলা স্পোর্টিং ক্লাবের সম্পাদক তপন ভট্টাচার্য। নেতাজীর ছবিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন উপস্থিত সকলে। এছাড়াও স্কুল পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় "অঙ্কন প্রতিযোগিতা"। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় নৃত্য প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, রাস্তা দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
পাশাপাশি এবারের তালতলা উৎসব ২০২৩ এ উদ্যোক্তাদের দ্বারা আয়োজিত হয় 'গুণীজন সম্বর্ধনা"। সমাজের যে সকল ব্যাক্তিদের অবদান অনস্বীকার্য, সেই সকল গুণী ব্যাক্তিদের সম্বর্ধনা প্রদান করেন তালতলা স্পোর্টিং ক্লাবের সভ্য বৃন্দরা। এছাড়াও অনুষ্ঠিত হয় নৃত্য ও সংগীত পরিবেশন। এছাড়াও এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কসবা অর্ঘ্য প্রযোজনায় "ম্যাকবেথ বিদ্যা" ও "আধ্যাস"। নাট্য ভাবনা ও নির্দেশনা মণীশ মিত্র। এছাড়াও অনুষ্ঠিত হয় কলকাতার গানওয়ালা ও নাসিরুদ্দিন আহমেদ এর যৌথ প্রয়াস "কবিতা - গানের আনন্দ মেলা"। সুস্থ এবং সাংস্কৃতিক পরিবেশ গড়ার প্রয়াসে এই উদ্যোগ ক্লাব কর্তৃপক্ষের। উপস্থিত ছিলেন বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত ওসি শুভাশীষ বন্দ্যোপাধ্যায়।
এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে "তালতলা স্পোর্টিং ক্লাব''। এই সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেন সি.পি.ডি.আর. ইন্ডিয়ার রাজ্য কমিটির ভাইস-প্রেসিডেন্ট তথা তালতলা স্পোর্টিং ক্লাব এর সম্পাদক তপন কুমার ভট্টাচার্য এবং তালতলা স্পোর্টিং ক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনের অনুষ্ঠানেও এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই রকম এক সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ক্লাবের সদস্যদের ভুয়সী প্রশংসা করেছেন এলাকার সর্বস্তরের মানুষজন।


No comments:
Post a Comment