Breaking

Monday, January 23, 2023

"তালতলা স্পোর্টিং ক্লাব" - এর উদ্যোগে শুরু হল "তালতলা উৎসব - ২০২৩"

নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- ২২ জানুয়ারী, রবিবার, গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার "তালতলা স্পোর্টিং ক্লাব" - এর উদ্যোগে শুরু হল দুই দিন ব্যাপী "তালতলা উৎসব - ২০২৩"। বাউড়িয়ার ''ফোর্ট গ্লস্টার মুক্ত মঞ্চে " রবিবার অনুষ্ঠিত হয় তালতলা উৎসব ২০২৩ এর প্রথম দিনের অনুষ্ঠান। এদিন প্রথমে ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন তালতলা স্পোর্টিং ক্লাবের সম্পাদক তপন ভট্টাচার্য।

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুরু হয় এই উৎসবের প্রথম দিন। এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করেন ব্রহ্মা কুমারীর প্রতিনিধিরা। রক্ত পরীক্ষা করেন ম্যানকাইন্ড এর প্রতিনিধিরা। একই সাথে চলে ক্ষুদে শিল্পীদের মধ্যে নৃত্য প্রতিযোগিতা। এদিন নৃত্য প্রতিযোগিদের ক-বিভাগ, খ-বিভাগ, গ-বিভাগে ভাগ করা হয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থনাধিকার কিশোরীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সুস্থ এবং সাংস্কৃতিক পরিবেশ গড়ার প্রয়াসে এই উদ্যোগ ক্লাব কর্তৃপক্ষের। 

এছাড়াও এদিন "চিত্তপট বাউড়িয়া" নাট্য গোষ্ঠীর প্রযোজনায় নাটক পরিবেশিত হয়। নাটকের নাম "নক্সীকাঁথার মাঠ"। এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে তালতলা স্পোর্টিং ক্লাব। এই সমগ্র অনুষ্ঠানের ব্যাবস্থাপনা করেন সি.পি.ডি.আর. ইন্ডিয়ার রাজ্য কমিটির ভাইস-প্রেসিডেন্ট তথা তালতলা স্পোর্টিং ক্লাবের সম্পাদক তপন কুমার ভট্টাচার্য এবং তালতলা স্পোর্টিং ক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। 

এই প্রথম দিনের অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই রকম এক সুন্দর অনুষ্ঠান এলাকায় অনুষ্ঠিত হওয়ায় ক্লাবের সদস্যদের ভুয়সী প্রশংসা করেছেন এলাকার সর্বস্তরের মানুষজন।


No comments:

Post a Comment

Adbox