নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- হাওড়া জেলা তথা রাজ্যের অন্যতম প্রাচীন সাংস্কৃতিক মেলা হলো "শরৎ মেলা"। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর নামাঙ্কিত মেলা "শরৎ মেলা" এবছর ৫১ তম বর্ষে পদার্পণ করেছে। আর এই ৫১ তম "শরৎ মেলা"-র এবারের থিম "শরৎ সাহিত্যের জনপ্রিয়তা"।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯২২ সালে পানিত্রাসের সামতাবেড়ে দিদি অনিলা দেবীর বাড়িতে প্রথম পা রেখেছিলেন কথা সাহিত্যিক "শরৎচন্দ্র চট্টোপাধ্যায়"। তারপর তিনি হাওড়ার রূপনারায়ণ নদের তীরে অবস্থিত সামতাবেড়ে গ্রামের প্রেমে পড়ে যান। আর তাই এখানে জমি কিনে বাড়ি তৈরি করেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, সেই দিনই ছিল ২১শে জানুয়ারী। শনিবার, ২১শে জানুয়ারী, এই তথ্য জানা যায়, ৫১ তম শরৎ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে।
এই ৫১ তম "শরৎ মেলা"-র শুভ উদ্বোধন করেন, এই মেলার প্রধান পৃষ্ঠপোষক পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলা শাসক মুক্তা আর্য্য। উপস্থিত ছিলেন এই মেলার পৃষ্ঠপোষক বাগনান এর বিধায়ক অরুণাভ সেন (রাজা)। উপস্থিত ছিলেন এই মেলার প্রধান উপদেষ্টা আমতা-র বিধায়ক সুকান্ত পাল সহ বিশিষ্ট অতিথিগণ।
এই মেলাটি পানিত্রাস উচ্চ বিদ্যালয় এর প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাটি চলবে ২১ জানুয়ারী থেকে ২৮ জানুয়ারী পর্যন্ত। এই মেলার আয়োজক - শরৎ স্মৃতি গ্রন্থাগার (পশ্চিমবঙ্গ সরকার পোষিত শহর গ্রন্থাগার) ও শরৎ মেলা পরিচালন সমিতি।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় -এর সামতাবেড়ের বসত ভিটেকে। আধুনিকীকরণ করা হয়েছে এই এলাকার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বসত ভিটেতে প্রতি বছর আসেন বহু মানুষ। আর তাই মানুষের কাছে এই "শরৎ মেলা" অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণীয়।


No comments:
Post a Comment