Breaking

Saturday, January 28, 2023

'পাঁচলা'য় শুরু হল দুই দিন ব্যাপী 'পাঁচলা এমএলএ কাপ - ২০২৩'

নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- ২৮ শে জানুয়ারী, শনিবার, হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রে শুরু হল দুই দিন ব্যাপী 'পাঁচলা এমএলএ কাপ - ২০২৩'। দুই দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে পাঁচলা বিধানসভা কেন্দ্রের তালবান্দি বেলায়েত আলী হাই স্কুল মাঠে। এই ফুটবল টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করেছে। এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। 

এদিন এই 'পাঁচলা এমএলএ কাপ - ২০২৩' এর শুভ উদ্বোধন করেন পাঁচলার বিধানসভা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলার বিডিও ডক্টর এষা ঘোষ। উপস্থিত ছিলেন পাঁচলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি লাল্টু হাউলি। উপস্থিত ছিলেন পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মেহেবুব আলম (হীরা)। উপস্থিত ছিলেন পাঁচলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আলকাস মুরশেদ (বাবু)। এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পাঁচলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকরা। 

এদিন 'পাঁচলা এমএলএ কাপ - ২০২৩' টুর্নামেন্টের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় বেলডুবি ঘোষ পাড়া আমরা সবাই বনাম পাঁচলা রেসিং স্পোর্টিং ক্লাব এর মধ্যে। এই ম্যাচে জয়ী হয় বেলডুবি ঘোষ পাড়া আমরা সবাই। এদিন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক দুই দলের খেলোয়াড়দের সাথে কথা বলেন। আর এই দুই দিন ব্যাপী 'পাঁচলা এমএলএ কাপ - ২০২৩' এর প্রথম দিনের খেলা দেখতে মাঠে ভিড় জমান বহু ফুটবল প্রেমী মানুষেরা। 


No comments:

Post a Comment

Adbox