Breaking

Saturday, January 28, 2023

বাউড়িয়ায় শুরু হল শীতকালীন মেলা

ওয়েব ডেস্ক :- শ্রী শ্রী শিব চতুর্দশী উপলক্ষে শীতকালীন মেলা শুরু হল গ্রামীণ হাওড়ার বাউড়িয়ায়। ২৭ শে জানুয়ারী, শুক্রবার, বাউড়িয়া ফোর্ট গ্লাসটার রুপা সংঘ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। 

রূপা সংঘ সংলগ্ন মাঠেই এই মেলা বসেছে। এই মেলা চলবে ১ মাস। এই মেলার উদ্বোধন করেন সমাজসেবী বেনু কুমার সেন। 

তিনি এই মেলার উদ্বোধন করে ঘুরে দেখেন পুরো মেলা। মেলার প্রথম দিন থেকেই মানুষের ভিড় দেখা যাচ্ছে।

No comments:

Post a Comment

Adbox