Breaking

Saturday, January 28, 2023

সাহাপুর হালদার পাড়ায় বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ওয়েব ডেস্ক :- হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সাহাপুর হালদার পাড়ায় ২৮৩ নম্বর বুথ কমিটির উদ্যোগে, ২৭ জানুয়ারী, শুক্রবার, অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই অনুষ্ঠিত হল এই বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অঞ্চলের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আর এদিনের এই অনুষ্ঠান থেকে প্রায় ২০০ জন অসহায় দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। 

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সমীর ঘোষ, উপস্থিত ছিলেন এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি বুলগানী মোল্লা, উপস্থিত ছিলেন এই অঞ্চলের মাদারের সভাপতি শেখ আসলাম, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ফিরোজা বেগম সহ সাহাপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একাংশ। 

এদিন বুলগানী মোল্লা বলেন, আমরা প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের মধ্যে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছি। আমরা সবসময় মানুষের পাশে আছি। আমরা যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, আগামীদিনে আমরা হাজার থেকে দেড় হাজার দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো।

No comments:

Post a Comment

Adbox