Breaking

Thursday, January 19, 2023

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা তিন রাজ্যে

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- আগামী ২৭ ফেব্রুয়ারী, মেঘালয় ও নাগাল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৬ ফেব্রুয়ারী, বিধানসভার ভোট হবে ত্রিপুরায়। ভোট গণনা হবে আগামী ২ মার্চ। নির্বাচন কমিশন বুধবার একথা জানিয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরার এবং মেঘালয়ের বিধানসভা নির্বাচন এবারে কার্যত অগ্নিপরীক্ষা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার এই দুই রাজ্যে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস প্রায় সব আসনে প্রার্থী দিয়েছে। 

ত্রিপুরার এবং মেঘালয়ের বিধানসভা নির্বাচন ভালো ফল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। আর এই নির্বাচনে দলের আশানুরূপ ফলাফল না হলে দলের অন্দরেই প্রশ্ন উঠবে তাঁর নেতৃত্বের ওপর তা বলাই যায়।

No comments:

Post a Comment

Adbox