ডেস্ক রিপোর্ট, হাওড়া, আমার কলম :- ১ লা জানুয়ারি, রবিবার, গ্রামীণ হাওড়ার চেঙ্গাইলের চেঙ্গাইল প্রেমচাঁদ ফুটবল মাঠে প্রীতি সংঘের পরিচালনায় প্রীতি সাংস্কৃতিক মেলা উদ্বোধন করা হয়। এই মেলা চলবে ১ লা জানুয়ারী থেকে ১১ ই জানুয়ারী পর্যন্ত। এই মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর, ১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা সিআইসি মেম্বার অসিরঞ্জন অধিকারী, ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে (বাদশা) সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা শিল্পী খরাজ মুখার্জী। পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন, আমার ৪২ বছরের রাজনীতির জীবনে এতো বড়ো মেলা আমি দেখিনি। এতো মানুষের সমাগম হাওড়া জেলার এই মেলায়। এই মেলা ৫ বছর পরে আয়োজন করেছে প্রীতি সংঘ। করোনা মহামারীর জন্য মেলা অনুষ্ঠিত হতে পারেনি।
প্রীতি সংঘ-কে অসংখ্য ধন্যবাদ জানালেন মন্ত্রী। তিনি এই ক্লাবকে একটি অ্যাম্বুলেন্স, ৮ টি কম্পিউটার ও ১০০ টি শীত বস্ত্র দেবেন বলে আশ্বাস দেন। তার সাথে সাথে এই মেলা আগামীদিনে যাতে প্রতিবছর নিয়মমাফিক অনুষ্ঠিত করা যায়, তার পূর্ণ সহযোগিতা করবেন বলে জানান মন্ত্রী পুলক রায়।
তার পাশাপাশি এই মেলা একটি মেলবন্ধন এই মেলবন্ধন যাতে অটুট থাকে, সেই দিকটাও দেখতে হবে বলে জানালেন মন্ত্রী পুলক রায়। মেলায় মানুষের উচ্ছাস ও আবেগ প্রমান করে এখানে এই মেলাকে সাধারণ মানুষরা কতটা ভালোবাসেন। মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা তিনি পৌঁছে দেন আমার মাধ্যমে আপনাদের কাছে। মন্ত্রী বলেন প্রতিটি মানুষকে নতুন বছরের শুভেচ্ছা পাঠিয়েছেন সবাই নতুন বছরে সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন করে আবার এগিয়ে চলার দিন নতুন বছরে।
No comments:
Post a Comment