Breaking

Friday, January 6, 2023

Weather : ভেঙে গেল আগের সমস্ত রেকর্ড! আজ মরশুমের শীতলতম দিন!

ওয়েব ডেস্ক :- শীত প্রেমী মানুষরা এখন হয়তো বেজায় খুশি। জানুয়ারি মাস পড়তেই শীত শুরু করেছে তার ঝোড়ো ব্যাটিং। আর আজ, শুক্রবার সব রেকর্ড ভেঙে মরশুমের শীতলতম দিন। 

কলকাতার তাপমাত্রা গত পাঁচ বছরের রেকর্ড ভেঙেছে এই শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যেটি ৩ ডিগ্রি কম স্বাভাবিকের থেকে। রাতারাতি তাপমাত্রার পারদ ২ ডিগ্রি কমে যাওয়ায় কলকাতা তথা রাজ্যবাসী এই কনকনে শীতে জবুথবু। 

রাজ্যের জেলা গুলিতে তাপমাত্রা পারদ আরও কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫-৬ দিন তাপমাত্রার পারদ আরও নামবে। আর বঙ্গবাসী রীতিমতো জবুথবু এই শীতে।

No comments:

Post a Comment

Adbox