Breaking

Saturday, December 31, 2022

Handicraft Exhibition & Food Fairs 2022 & New Year Celebration 2023 : 'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া'- র উদ্যোগে বাউড়িয়াতে অনুষ্ঠিত হলো খাদ্য ও কুটির শিল্প মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট, হাওড়া, আমার কলম :- ২৫ শে ডিসেম্বর, রবিবার, বড়দিনের দিন গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বোউলখালিতে 'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া'-র উদ্যোগে এক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান এর সূচনা করা হয়েছে। আর এই সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান এর অঙ্গ হিসাবে শনিবার বছরের শেষ দিনে (31 December, 2022) বাউড়িয়ার 'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া'- র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক "খাদ্য ও কুটির শিল্প মেলা"- র। এছাড়াও এদিন 'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া'- র উদ্যোগে অনুষ্ঠিত হয় এক 'সাংস্কৃতিক অনুষ্ঠান'। 'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া'- র 'ন্যাশনাল ডিরেক্টর' বিশিষ্ট সমাজসেবী "ডডি সুদর্শন মূর্তি"- র (MR. DODDY SUDARSAN MURTY, National Director of North Pointe Community India) উদ্যোগে ও তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এদিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক তথা বিশিষ্ট প্রাক্তন ফুটবলার বিদেশ রঞ্জন বসু। উপস্থিত ছিলেন সি.পি.ডি.আর. ইন্ডিয়ার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট তপন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডেভিড রাও। উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রীতা ব্যানার্জী। উপস্থিত ছিলেন অসিত ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা ও ব্যাক্তিবর্গরা। অনুষ্ঠানের উদ্যোক্তারা অতিথি গণকে প্রথমে পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেন। তারপর উপস্থিত সমস্ত অথিতিগণ ও সংস্থার সদস্যরা দ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে এসে বিধায়ক বিদেশ বসু বলেন, আজকের অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। এই সংগঠন মানুষের স্বার্থে নানান ধরনের সমাজ সেবা মূলক কাজ করছে। পাশাপাশি তিনি সকলকে ইংরেজি নতুন নববর্ষের শুভেচ্ছা জানান।

নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার মহিলা সদস্যরা এদিনের খাদ্য ও কুটির শিল্প মেলায় অংশগ্রহণ করেন। এই সংগঠন এর মহিলা সদস্যরা এদিন স্টল দিয়ে তাদের হাতে তৈরি বিভিন্ন হস্ত শিল্প তুলে ধরেন স্থানীয় বাসিন্দাদের সামনে। এই সংগঠনের ছাত্র ছাত্রীদের হাতে আঁকা ছবি, হাতের তৈরি ঝুড়ি, হ্যান্ড মেড বিভিন্ন জিনিসের সমাহার নিয়ে বসেন আজকের মেলায়। পাশাপশি তারা খাদ্য মেলায় স্টল দিয়ে বিভিন্ন খাদ্যের সমাহার নিয়ে উপস্থিত হন এলাকার স্থানীয় বাসিন্দাদের জন্য। এদিনের খাদ্য মেলার খাদ্য তালিকায় ছিল - রাজভোগ, পাটিসাপটা, - চিকেন বিরিয়ানি, চিকেন কুড়কুড়ে, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, ফুচকা, ঘুগনি, চা, কফি ইত্যাদি।

এছাড়াও এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করে। পাশাপাশি পুরনো বছরকে বিদায় এবং নতুন ইংরেজি বছরকে বরণের অনুষ্ঠানে বিখ্যাত সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বিভিন্ন বিখ্যাত ও জনপ্রিয় গানের ডালি নিয়ে ২০২২ সালকে বিদায় ও নতুন বছর ২০২৩ সালকে অভিনন্দন জানান শিল্পীরা। বিখ্যাত শিল্পীদের গানে মেতে ওঠেন উপস্থিত সমস্ত দর্শকরা।

নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার কর্ণধার ডডি সুদর্শন মূর্তি জানান, এই সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান আমরা প্রত্যেক বছরই বড়দিনের দিন থেকে শুরু করে থাকি। তিনি আরো জানান, আমাদের সংগঠন মানুষের পাশে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। চলতি বছরকে আনন্দের সাথে বিদায় ও নতুন বছরকে আনন্দের সাথে বরণ করে নেওয়ার উদ্দেশ্যেই এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে।

No comments:

Post a Comment

Adbox