ওয়েব ডেস্ক :- ঋষভ পন্থ আহত গাড়ি দুর্ঘটনায়।শুক্রবার ভোররাতে ঋষভ এর গাড়ির সংঘর্ষ হয় রুরকির নরসান সীমান্তে হাম্মাদপুর ঢালের কাছে একটি রেলিংয়ের সঙ্গে।
গতির আন্দাজ করা যায় গাড়ির অবস্থা দেখেই। ঋষভ পন্থ এর মাথায়, পিঠে এবং পায়ে গুরুতর জখম রয়েছে বলেই জানা যাচ্ছে। পায়ে ফ্র্যাকচারেরও খবর পাওয়া যাচ্ছে।
তবে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন বা হাসপাতালের তরফ থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
No comments:
Post a Comment