স্পোর্টস ডেস্ক, আমার কলম :- আর্জেন্টিনা, তৃতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হল! ম্যাচের ফয়সালা হল টাইব্রেকারে! অবশেষে বিশ্বকাপ মেসির হাতে উঠলো! আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছর পর ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি হাত ধরে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হলো।
কোয়ার্টার ফাইনালের মতো হিরো হয়ে উঠলেন এমিলিয়ানো মার্টিনেজ। তিনি অসাধারণ দক্ষতায় ২ টি পেনাল্টি বাঁচালেন। টাইব্রেকারে খেলার ফল, আর্জেন্টিনা ৪ - ২ ফ্রান্স।
এই প্ৰথম বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ৬ টি গোল হল। ফুটবল বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এত উত্তেজক ম্যাচ কোনওদিন হয়নি।
No comments:
Post a Comment