ওয়েব ডেস্ক :- শনিবার, ব্যাহত হয় ট্রেন চলাচল। ট্রেন চলাচল ব্যহত হয় হাওড়া-খড়গপুর শাখায়। এদিন সকাল থেকেই ট্র্যাকের কাজ চলছিল চেঙ্গাইল স্টেশনের কাছে।
ট্র্যাকের লক খোলা হয় কাজ চলার সময়। এই কাজ চলছিল ডাউন লাইনে। লক খোলার পরে হঠাৎই ছিটকে যায় লাইন ট্র্যাক থেকে।
এরপরেই সব ট্রেন আটকে দেওয়া হয় ডাউন লাইনের। তারপর কাজ শুরু করা হয় ধীরে ধীরে ট্রেন পাস করানোর।
No comments:
Post a Comment