ডেস্ক রিপোর্ট :- প্রতিবছর বর্ষার সময় মহানন্দার জলস্তর বৃদ্ধি পেলেই নদী তীরবর্তী কয়েকশো পরিবার ঘরছাড়া হয়ে পড়েন। দুঃস্থ ঘরছাড়া কয়েকশো পরিবারকে বছরের মধ্যে ৩ থেকে ৪ মাস শহরের বিভিন্ন খোলা জায়গায় এবং রাস্তার পাশে কোনরকমে অতি কষ্টে পলিথিনের ছাউনিতে দিন কাটাতে হয়। মালদহের ইংরেজবাজার পৌরসভার মহানন্দার নদীর তীরবর্তী ওয়ার্ড গুলিতে নদীর তীরে গড়ে উঠেছে বেশ কয়েকটি ঘর। আর প্রত্যেক বছর মহানন্দার জলস্তর বৃদ্ধি পেলেই এই পরিবারগুলির দুর্ভোগ চরমে ওঠে।
এই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। এই পরিবারগুলির সমস্যা দূর করতে ইংরেজবাজার শহরে তৈরি করা হবে ফ্লাড সেন্টার। মালদহের ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা ফ্লাড সেন্টার তৈরির জন্য আবেদন করেছিলেন রাজ্য সরকারের কাছে।
অবশেষে সেই দীর্ঘ দিনের সমস্যার সমাধান হতে চলেছে জেলা শাসকের প্রচেষ্টায়। ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। ইংরেজবাজার পৌরসভার সূত্র মারফত জানা গেছে, ৬১ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হবে এই ফ্লাড সেন্টার। মালদহ শহরের তৈরি করা হবে তিন তলা ভবন। এতে প্রায় ১৫০ টি পরিবার থাকতে পারবে। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকেই তৈরি করা হবে এই ফ্লাড সেন্টারটি। জায়গা পরিদর্শনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।
No comments:
Post a Comment