Breaking

Saturday, August 6, 2022

হাওড়ায় অনেক পুরনো রেল লাইনের হদিশ মিললো রাস্তা খুঁড়তেই!

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- রাস্তা খুঁড়তেই প্রায় ১৫০ বছরের অনেক পুরনো রেললাইনের হদিশ পাওয়া গিয়েছে হাওড়ায়! 

শুক্রবার হাওড়ায় অতি প্রাচীন এই রেল লাইনের হদিশ পাওয়া গিয়েছে ডিআরএম অফিসের পাশের রাস্তা খুঁড়তেই। জানা গিয়েছে, মেট্রো স্টেশন তৈরির কাজের জন্য রাস্তা খুঁড়তেই প্রাচীন ওই রেল লাইনের হদিশ মিলেছে। 

রেল কর্তৃপক্ষের অনুমান, এই রেল লাইনটি প্রায় ১৫০ বছরেরও বেশি পুরনো হতে পারে।

No comments:

Post a Comment

Adbox