ডেস্ক রিপোর্ট, আমার কলম :- এনডিএ তথা বিজেপি প্রার্থী জগদীপ ধনকড় উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন। বিরোধী জোটের প্রার্থী তথা কংগ্রেসের মার্গারেট আলভাকে প্রত্যাশা মতোই বিপুল ভোটে হারিয়েছেন জগদীপ ধনকড়।
মোট ৭২৫ টি ভোট পড়েছে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে। তার মধ্যে ৫২৮ টি ভোট পেয়েছেন জগদীপ ধনকড়। অন্যদিকে ১৮২ টি ভোট পেয়েছেন মার্গারেট আলভা। ভোট বাতিল হয়েছে ১৫ টি।
জগদীপ ধনখড় বিপুল ভোটে মার্গারেট আলভাকে হারিয়ে দেশের ১৪তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় এর সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানিয়েছেন।
পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, 'আমি সেই সমস্ত সাংসদদের ধন্যবাদ জানাই যারা জগদীপ ধনকড়কে ভোট দিয়েছেন। এমন এক সময়ে যখন ভারত আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে, আমরা একজন কিষাণ পুত্রকে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে পেয়ে গর্বিত।'


No comments:
Post a Comment