ডেস্ক রিপোর্ট, আমার কলম :- বজরং পুনিয়া স্বর্ণপদক জয় করেছেন কমনওয়েলথ গেমসে। কানাডার লাচলান ম্যাকনিলকে ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে ৯ - ২ পয়েন্টে হারিয়েছেন বজরং।
গোল্ড কোস্টের পর আবারও সোনা জিতেছেন কমনওয়েলথ গেমসে ভারতের এই কুস্তিগীর। তিনি রুপো পেয়েছিলেন ২০১৪ -র গ্লাসগো গেমসে ৬১ কেজি বিভাগে।
অন্যদিকে কুস্তিগীর অংশু মালিকের সোনা হাতছাড়া হয়েছে একটুর জন্য। কমনওয়েলথের মঞ্চে প্রথমবার নেমেই তিনি মহিলাদের ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগে রুপো জেতেন।


No comments:
Post a Comment