Breaking

Thursday, August 11, 2022

খলিশানি অঞ্চলে তৃণমূল কর্মীদের নেতৃত্বে পালিত হয় রাখি বন্ধন উৎসব

ডেস্ক রিপোর্ট , আমার কলম :-  আজ ভাতৃত্বের উৎসব রাখি বন্ধন উৎসব। আজ সারা দেশের পাশাপাশি গোটা বাংলা জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। আর এই ভাতৃত্বের উৎসব রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিভিন্ন এলাকায়। 

এদিন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের অন্তর্গত খলিশানি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই অঞ্চলের খলিশানি মোড়ে এলাকার বাসিন্দা ও তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের উপস্থিতিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। 

এদিন পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পড়িয়ে দেন খলিশানি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গণেশ মণ্ডল। এছাড়াও সাধারণ মানুষের হাতে রাখি পড়িয়ে দেন বর্ণালী দেড়ে। পাশাপাশি তারা পথ চলতি সাধারণ মানুষদের মিষ্টি মুখও করার এদিন।


No comments:

Post a Comment

Adbox