ডেস্ক রিপোর্ট , আমার কলম :- আজ ভাতৃত্বের উৎসব রাখি বন্ধন উৎসব। আজ সারা দেশের পাশাপাশি গোটা বাংলা জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। আর এই ভাতৃত্বের উৎসব রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে উলুবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে।
এদিন উলুবেড়িয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে পালিত হয় রাখি বন্ধন উৎসব। ২০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরুণ দাস এর নেতৃত্বে ২০ নম্বর ওয়ার্ডের মনসাতলা মোড়ে, এই ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দা ও তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের উপস্থিতিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব।
এদিনের এই রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।
এদিন পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পড়িয়ে দেন বিধায়ক, চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং ২০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরুণ দাস। পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষদের মিষ্টি মুখও করানো হয় এদিন।
No comments:
Post a Comment