Breaking

Sunday, July 24, 2022

World Athletics Championships 2022 : সোনার ছেলে নীরজের রূপো জয়! জ্যাভলিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় পদক!

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :- নীরজ চোপড়া ফাইনালে উঠেছিলেন মাত্র ১২ সেকেন্ডেই যোগ্যতা অর্জন পর্বে। ভারতীয়রা অলিম্পিক্সে সোনা জয়ী সোনার ছেলে নীরজের দিকেই মুখিয়ে ছিলেন আবারও পদক জয়ের আশায়। 

ভারতের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৯ বছর পর পদক জয়। নীরজ চোপড়া জ্যাভলিনে জিতলেন রূপো। নীরজ রুপো জেতেন ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিনে ছুড়ে। 

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০৩ সালে অঞ্জু ববি জর্জ এর ব্রোঞ্জ পদক জয়ের পর ভারত এই রুপোর পদক জয় করলো। এই মঞ্চে ভারতের প্রথম পদক জয়ী পুরুষ নীরজ চোপড়া। 

জাপান অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া আবারও ইতিহাস গড়লেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতে। 

১৯ বছরের অপেক্ষার অবসান ঘটালেন ভারতের সোনার ছেলে নীরজ। ইভেন্টে আরও একবার সোনার পদক জেতেন অ্যান্ডারসন পিটার্স।

No comments:

Post a Comment

Adbox