Breaking

Sunday, July 24, 2022

'বাউড়িয়া কিশোর বাহিনী'-র উদ্যোগে মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা

প্রদীপ কুমার সাঁতরা, বাউড়িয়া, আমার কলম :-  গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন হলো 'বাউড়িয়া কিশোর বাহিনী'। এই 'বাউড়িয়া কিশোর বাহিনী'-র প্রতিষ্ঠাতা হলেন বিশিষ্ট সমাজসেবী সুভাষ মান্না। এই স্বেচ্ছাসেবী সংগঠন সমাজে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছে। 

আর আজ, রবিবার বিকালে 'বাউড়িয়া কিশোর বাহিনী'-র উদ্যোগে ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। এদিন দক্ষিণ বাউড়িয়ার দাসপাড়ায় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই সম্বর্ধন অনুষ্ঠান। 

এদিনের এই সম্বর্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'বাউড়িয়া কিশোর বাহিনী'-র প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সমাজসেবী সুভাষ মান্না। উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য অভিনেতা সন্তোষ কুমার দাস, উপস্থিত ছিলেন বিশিষ্ট ডা. মঞ্জুশ্রী রানা, উপস্থিত ছিলেন শ্যামলেন্দু সরকার, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মৌমিতা দাড়ি, উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক লাল্টু দাস, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বপন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। 

এদিন ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ জন ছাত্র ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন এই স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যরা। পাশাপাশি উপস্থিত ছাত্র ছাত্রীদের আগামী জীবনের জন্য শুভকামনা জানালেন 'বাউড়িয়া কিশোর বাহিনী'-র সদস্যরা। 

No comments:

Post a Comment

Adbox