প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে ২০২২ সালে মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, আলিম, ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। শনিবার বিকালে উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আর এদিনের এই কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু।
উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার শেখ আকবর, অসিরঞ্জন অধিকারী, মহিনুদ্দিন মিদ্দে (বাদশা), স্বপ্না সেন, রীতা ব্যানার্জী সহ অন্যান্য ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন ও অসিত ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। এদিন উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৬০০ জন কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের আগামী দিনের জন্যও শুভকামনা জানানো হয়।


No comments:
Post a Comment