ডেস্ক রিপোর্ট, আমার কলম :- দুপুরে জনসাধারণকে বার্তা, বিকেলে দলীয় সাংসদদের দিকনির্দেশ— এই দুইয়ে মিলেই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান অনেকটাই পরিষ্কার করে দিতে চলেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে পরবর্তী কর্মসূচি তৃণমূল নেত্রী ছকে দেবেন, তা প্রত্যাশিত। সেখানে তিনি ‘বাংলার স্বার্থ’ সামনে রেখে এগোনোর কথা বলবেন বলে সূত্রের খবর।
পাশাপাশি, আরও তাৎপর্যপূর্ণ হবে এ দিন বিকেলে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৃণমূলের সিদ্ধান্ত। ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরুদ্ধে বিরোধী শিবিরের তরফে প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে।
তারপরেও তা নিয়ে আলাদা করে সিদ্ধান্ত নিতে বিকেলের এই বৈঠকই তৃণমূলের ভবিষ্যৎ অবস্থান সম্পর্কে কৌতূহল তৈরি করেছে রাজনৈতিক মহলে।


No comments:
Post a Comment