ডেস্ক রিপোর্ট, আমার কলম :- প্রতি বছরই ২১ জুলাইয়ের সমাবেশ উপলক্ষে বিশেষ উদ্দীপনা থাকে কর্মীদের মধ্যে। কিন্তু গত দুবছর করোনার কারণে ভার্চুয়াল সভা হওয়ায় এ বছর সাধারণ কর্মীদের মধ্যে উচ্ছ্বাস অনেক বেশি।
তাছাড়া এই কর্মসূচিকে সফল করতে প্রায় এক মাস ধরে জেলা জুড়ে নানা কর্মসূচি করেছেন শাসক দলের নেতা-কর্মীরা৷ সূত্রের খবর, জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই জেলা থেকে দু'লক্ষ লোক নিয়ে যাওয়ার লক্ষ্য বেঁধে দিয়েছেন। সেই লক্ষ্যে তিনি তিন মহকুমার নেতাদের সঙ্গে, শাসক দলের শাখা সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।
এ ছাড়া জেলা জুড়ে মিটিং, মিছিল, দেওয়াল লিখন-সহ একগুচ্ছ কর্মসূচি হয়েছে।
বুধবার দুপুরে সিউড়ি স্টেশনে গিয়ে দেখা গেল যে হাতে পতাকা নিয়ে দলে দলে সিউড়ি শহর ও সিউড়ি ২ ব্লকের একাধিক এলাকা থেকে তৃণমূল কর্মীরা সিউড়ি স্টেশনে আসেন। হুল এক্সপ্রেসে করে কলকাতার দিকে রওনা হন।
একই ছবি ফুটে উঠেছে বোলপুর ও রামপুরহাটে। ২১ জুলাইয়ের কর্মসূচি উপলক্ষে বোলপুর স্টেশন চত্বরে ছিল সাজোসাজো রব। সকাল থেকে কেউ দলীয় পতাকা হাতে, কেউ মাথায় প্রতীক বেঁধে স্টেশনে হাজির হন। একে একে বিভিন্ন ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন।


No comments:
Post a Comment