Breaking

Thursday, July 21, 2022

বৃহস্পতিবার সকাল থেকেই মহানগরীর রাস্তায় অন্যদিনের থেকে তুলনামূলক ভাবে অনেক বেশি ভিড়

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- এ বছরের দৃশ্য অনেকটাই আলাদা। অতিমারির চরিত্রগত কারণেই হোক বা টিকাকরণের সুবাদে, করোনা নিয়ে চিন্তা খানিকটা হলেও কমেছে। তাই চেনা ছন্দেই মঞ্চ তৈরি হয়েছে ধর্মতলা চত্বরে। 

বিভিন্ন জেলার নেতা-কর্মীরা এক বা দু’দিন আগে থেকেই কলকাতায় এসে ভিড় করেছেন। বছরের এই নির্দিষ্ট দিনটিতে দলনেত্রীকে একদম সামনে থেকে দেখতে পারেন বিভিন্ন জেলার সেই সমস্ত কর্মীরা, যাঁরা মঞ্চের কাছাকাছি থাকতে পারেন। 

বৃহস্পতিবারের সভার আঁচ মঙ্গলবার থেকেই টের পাওয়া যাচ্ছিল। বিভিন্ন জেলা থেকে বেসরকারি বাসে চড়ে কলকাতায় এসেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। 

অনেক বাসের ছাদেও বসে এসেছেন মানুষের ঢল। পাশাপাশি, কলকাতার মেট্রো এবং হাওড়া ও শিয়ালদহমুখী ট্রেনে সকাল থেকেই ভিড়।

No comments:

Post a Comment

Adbox