Breaking

Friday, July 8, 2022

Shinzo Abe প্রয়াত ! হাসপাতালে শেষ পর্যন্ত লড়াই থামল জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রীর !

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- Shinzo Abe প্রয়াত। হাসপাতালে শেষ পর্যন্ত লড়াই থামল জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রীর। গুলিবিদ্ধ হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ব্যর্থ চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা। 

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। শুক্রবার সকালে গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে জাপানের নারা শহরের হাসপাতালে ভর্তি করা হয়। 
পশ্চিম জাপানের (West Japan) এই শহরেই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়ই অতর্কিতে তাঁর উপর হামলা হয়। পিছন থেকে শিনজো আবেকে (Shinzo Abe) লক্ষ্য করে গুলি করে আততায়ী। রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন তিনি। 

এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর (Japan Ex PM)।

No comments:

Post a Comment

Adbox