নিজস্ব প্রতিনিধি, আমার কলম :- পার্থেনিয়াম উদ্ভিদ হলো এক ধরনের বিষাক্ত উদ্ভিদ। এই উদ্ভিদ থেকে শ্বাসকষ্ট , অ্যাজমা , চর্মরোগ ও ক্যানসারের মতো রোগ ছড়ায়। এই উদ্ভিদটি সচর আচর রাস্তার ধারে দেখা যায়। কয়েক বছর আগের অল্প সংখ্যক দেখা গেলেও বর্তমানে বিপুল পরিমাণে এই উদ্ভিদ টি দেখা যায়। এই উদ্ভিদটি আগাছা হিসেবে ধরে মানুষজন। বিভিন্ন সংস্থা আগেও এই গাছ বংশবিস্তার না করতে পারে তার জন্য গাছ গুলিকে তুলে ফেলার কাজ শুরু করেছিল।
গত কয়েক দিন আগে বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেন, এবার থেকে পার্থেনিয়াম গাছ উচ্ছেদ করে নির্মূল করতে হবে। গাছ গুলিকে উচ্ছেদ করতে একশো দিনের প্রকল্পের মাধ্যমেও এই গাছ গুলিকে উচ্ছেদ করতে হবে। এর পরেই শুরু হয় পার্থেনিয়াম উচ্ছেদের কাজ।
বীরভূমের একাধিক জায়গায় শুরু হয় উচ্ছেদ অভিযান। তৃনমূল কংগ্রেসের নেতা কর্মীরাও এই গাছকে তুলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে। অন্যান্য জায়গার মতো বীরভূমের কীর্নাহার ১ নাম্বার অঞ্চলের বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণে ছড়িয়ে পড়েছিল এই বিষাক্ত আগাছা উদ্ভিদটি।
সোমবার কীর্ণাহার ১ নং অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত কনভেনার অসীম মন্ডল এর নেতৃত্বে এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান করে বিপুল পরিমাণে পার্থেনিয়াম গাছ উচ্ছেদ করে আগুন লাগিয়ে দেয়। জানা যায় এই উচ্ছেদ অভিযান এখন চলবে।
অভিযানে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের কীর্ণাহার ১ নং অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত কনভেনার অসীম মন্ডল , কীর্ণাহার ১নং অঞ্চলের যুব সভাপতি পার্থপ্রতিম ঘোষ ও অন্যান্য নেতা কর্মীরা।
কীর্ণাহার ১ নং অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত কনভেনার অসীম মন্ডল বলেন, বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের নির্দেশে কীর্নাহার ১ নাম্বার অঞ্চলের উদ্যোগে আজ আমরা পার্থেনিয়াম গাছ উচ্ছেদ অভিযান করলাম। এই অঞ্চলের বিভিন্নক জায়গায় এই বিষাক্ত আগাছা পার্থেনিয়াম গাছটি বিপুল পরিমাণে বংশবিস্তার হয়েছিল। এদিন আমরা অভিযান করে পার্থেনিয়াম গাছ তুলে ফেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছি, যাতে আর বংশবিস্তার করতে না পারে। এই উচ্ছেদ অভিযান এখন চলবে।
No comments:
Post a Comment