Breaking

Friday, July 8, 2022

জীবনের ময়দানে মহারাজের হাফ-সেঞ্চুরি (৫০) পূর্ণ

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- জীবনের ময়দানে মহারাজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন। পঞ্চাশে পা দিলেন মহারাজ। লর্ডসে নিজের স্বপ্নের অভিষেক ঘটিয়েছিলেন বেহালার বাঁ হাতি এই ব্যাটসম্যান। কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুন, লড়াকু টিম ইন্ডিয়ার স্থপতি বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। 

তিনি আজ পা দিলেন পঞ্চাশ বছরে। ইতিমধ্যেই লন্ডনে চলছে তার জন্মদিন সেলিব্রেশন এর অনুষ্ঠান। তার সতীর্থ থেকে শুরু করে তার ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। দেখতে দেখতে জীবনের ময়দানে হাফ-সেঞ্চুরি সৌরভের। 

"আমার কলম"- এর পক্ষ থেকে ক্রিকেটের  মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এর জন্মদিনের দিন দাদাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 


No comments:

Post a Comment

Adbox