প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :- আজ, বৃহস্পতিবার, ৭ জুলাই। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক "মহেন্দ্ৰ সিং ধোনি"র আজ ৪১তম "জন্মদিন"। দেশকে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া এই তারকা ভারতীয় ক্রিকেটারের হাতে উঠেছে ৪ টি আইপিএল ট্রফিও।
আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানিয়েছেন মাহি। কিন্তু বাইশ গজের প্রতি ধোনির টান শিরায় শিরায় রয়েছে। আর সেই টান এর কারণেই তিনি খেলবেন আইপিএল, জানিয়েছেন তিনি নিজেই।
এদিন পরিবারের সাথে জন্মদিন পালন করলেন মহেন্দ্র সিং ধোনি। পরিবারের সদস্য, আত্মীয় এবং বন্ধুদের সাথে মহেন্দ্র সিং ধোনি তার ৪১তম জন্মদিন পালন করলেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ক্যাপ্টেন কুল এর কেক কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মাহি পত্নী, সাক্ষী সিং ধোনি, ভিডিওটি পোস্ট করেছেন।
এক বিরাট পার্টির আয়োজন করা হয় ক্যাপ্টেন কুল মাহির জন্মদিন উপলক্ষ্যে। সেখানে উপস্থিত ছিলেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ সহ মাহির বন্ধু ও আত্মীয়রা।
No comments:
Post a Comment