Breaking

Friday, July 22, 2022

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করবে না তৃণমূল, সাংসদীয় দলের বৈঠকের পর সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিরোধী প্রার্থীকে ভোট না দেওয়ার প্রসঙ্গে তিনি জানিয়েছেন , ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা না করেই বিরোধী প্রার্থী ঠিক করা হয়েছে।' 

দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, বিজেপি-বিরোধী শক্তিকে স্বাগত জানিয়েছেন তিনি। উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীকে ভোট না দিলেই ঐক্যে ফাটল তা নয়। 

বিরোধী ঐক্য রাখতে হলে, সাধারণ মানুষের হয়েও প্রতিবাদ করতে পারে তৃণমূল। পাশাপাশি বিজেপি সমর্থিত এনডিএ প্রার্থী জগদীপ ধনকড় প্রসঙ্গে অভিষেক বলেন, '‘কোনওভাবেই জগদীপ ধনকড়কে সমর্থন করতে পারে না তৃণমূল’।


No comments:

Post a Comment

Adbox