Breaking

Friday, July 22, 2022

বৃষ্টিতে ভিজে ভাষণ দিয়ে কর্মীদের নতুন বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- বৃষ্টিতে ভিজে ভাষণ দিয়ে কর্মীদের নতুন বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলে একজনই 'মুখ' মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক নিজেও একজন সাধারণ কর্মী। এমনই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

ছাতা সরিয়ে বৃষ্টিতে ভিজে সাধারণের একজন হয়ে নতুন 'অভিষেক' হলো অভিষেক ব্যানার্জী। এমনটাই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের।

শহীদ স্মরণ মঞ্চ থেকে অভিষেক বলেন, একুশে জুলাইয়ের মানে যে জানে না, তৃণমূল কংগ্রেস করার যোগ্যতা তার নেই। একুশ শুধুমাত্র আবেগ, অনুভূতি বা আন্দোলনের সীমারেখা নয়, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ওপর মানুষের সমর্থনের মাপকাঠিও নয়, একুশ মানে নতুন আশা, চলার দিশা, মানুষের প্রত্যশা, লড়াই করার মানসিকতা। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের বললেন, হয় ঠিকাদারি করবেন, না হয় তৃণমূল করবেন। নিঃস্বার্থ ভাবে, নির্লোভ, নির্ভীক ভাবে তৃণমূল করতে হবে।

বিজেপিকে নিশানা করে অভিষেকের হুশিয়ারী, এক ছটাক জমি ছাড়া হবে না। মেরুদণ্ড বিক্রি করতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। কেন্দ্র সরকার যে প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে নাম পরিবর্তনের কথা বলে, সে-সব প্রকল্প বাংলার নামেই চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষীর ভান্ডার প্রকল্প চালাচ্ছেন সেভাবেই রাজ্যের টাকায় 'বাংলার আবাস যোজনা' সহ সকল প্রকল্প চালাবে। বাংলা কখনো হাত পাতবে না।মেরুদণ্ড সোজা রেখে চলবে।

অভিষেকের আরও বক্তব্য, সর্বভারতীয় স্তরে তৃণমূলকে পৌঁছে না দেওয়া অবধি তিনি থামবেন না। আগামী দিনে লোকসভা নির্বাচনে অন্য রাজ্যেও তৃণমূল কংগ্রেস লড়বে। স্পষ্ট বার্তা অভিষেকের।

No comments:

Post a Comment

Adbox