ডেস্ক রিপোর্ট :- মুড়ি নিয়ে মুখ্যমন্ত্রী নাটক করছেন। কোনও কর বসানো হয়নি মুড়িতে। এগুলি সব পূর্বপরিকল্পিত। একুশের মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মুড়ির উপর জিএসটি’ প্রসঙ্গে তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
প্রধানমন্ত্রী, গরিবের প্রধানমন্ত্রী বলেই ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়েছেন। পেট্রল-ডিজেলের দাম দু’বার কমিয়েছেন। বুস্টার টিকা বিনামূল্যে দিয়েছেন। শুধু তাই নয়, গরিবের বাড়িও পৌঁছে দিয়েছেন। মমতাকে কটাক্ষ করে প্রকাশ্যে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি।
অন্যদিকে, চাকরি বিক্রির যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “মমতার সব দাবি মিথ্যা। সাহস থাকলে চিরকুটগুলি বার করুন।”


No comments:
Post a Comment