Breaking

Tuesday, July 26, 2022

প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ অভিভাবকদের বিরুদ্ধে হরিহরপাড়ায়

ডেস্ক রিপোর্ট :- ঘটনাটি ঘটছে, মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পদ্মনাপুর হাই মাদ্রাসা স্কুলে। সূত্র মারফত জানতে পারা যায় পদ্মারাভপুর হোস্টেলে যে সমস্ত ছাত্রীরা থেকে পড়াশোনা করে সেই সমস্ত ছাত্রীরা যখন গোসল করে পোশাক চেঞ্জ করে সেই সময় ওই স্কুলেরই স্থানীয় ছাত্র জানালা দিয়ে উঁকি ঝুঁকি মারে সেই অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক মাইনুল ইসলামকে জানাই ছাত্রীরা। 

এই ঘটনায় রীতিমতো হোস্টেলের ছাত্রীরা আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছে। সেই মতো মঙ্গলবার অভিযোগ ভিত্তিতে ওই ছাত্রের গার্জেনদের স্কুলের ডেকে বোঝানোর সময় অভিভাবকরা চড়াও হয়ে প্রধান শিক্ষককে বেধড়ক ভাবে মারধর করতে শুরু করে। মারধর দেখে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছুটে এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে। 

ঘটনার খবর দেওয়া হয় বিডিও কে এবং থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ ও বিডিও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে ঐ প্রধান শিক্ষককে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এই ঘটনায় হরিহারপাড়া থানায় লিখিত অভিযোগ জানাবো বলে জানান প্রধান শিক্ষক মাইনুল ইসলাম।

No comments:

Post a Comment

Adbox