Breaking

Tuesday, July 26, 2022

বল ভেবে বোমা হাতে নিয়ে খেলতে গিয়ে সেই বোমা ফেটে জখম এক শিশু

ডেস্ক রিপোর্ট :- বল ভেবে বোমা হাতে নিয়ে খেলতে গিয়ে সেই বোমা ফেটে জখম এক শিশু। মঙ্গলবার বিকেল নাগাদ এমনই অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধূলিয়ান স্টেশন সংলগ্ন রতনপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। 

জখমদের প্রাথমিক চিকিৎসা করার বন্দোবস্ত করা হয়েছে। যদিও বোমা ফাটার অভিযোগ অস্বীকার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। সেখানে প্লাস্টিকের বোম টাইপের কিছু একটা ফেটেছে বলেই দাবি পুলিশের। এদিকে পরিবারের দাবি, রতনপুর স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে খেলা করছিলেন ওই শিশু। তখনই দুটো বোমা দেখতে পায় তারা। 

বল ভেবে সেগুলো হাতে নিতেই কার্যত ফেটে যায়। জখম হন তারা। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এভাবে বোম পরে থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

No comments:

Post a Comment

Adbox