Breaking

Monday, July 18, 2022

সোমবার রাষ্ট্রপতি নির্বাচন! দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিন্‌হার লড়াই!

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিন্‌হার লড়াইয়ে দেশের প্রায় ৪,৮০০ জন সাংসদ ও বিধায়ক ভোট দেবেন। 

পদ্ম শিবিরের নেতৃত্বের হিসাব অনুযায়ী, দ্রৌপদী মোট ভোটের অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে যশবন্ত সিন্‌হা প্রায় রোজই মুখ খুলে নিজের কথা বললেও মুর্মু প্রকাশ্যে মুখ খোলেননি। বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্‌হা গোটা দেশ জুড়ে প্রচার করেছেন। 

তিনি সব দলের কাছেই ভোট চেয়ে বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন কোনও ব্যক্তির লড়াই নয়। মতাদর্শের লড়াই। তিনি দেশের গণতন্ত্র রক্ষার পক্ষে লড়ছেন। 

বিপরীত দিকে মুর্মুকে যাঁরা প্রার্থী করেছেন, তাঁরা রোজ গণতন্ত্রের উপরে হামলা চালাচ্ছেন বলে দাবি যশবন্তের। এবার দেখার অপেক্ষা জয়ের মুকুট কার মাথায় উঠে।

No comments:

Post a Comment

Adbox