ডেস্ক রিপোর্ট :- সাঁইথিয়া থানার মাঠ পলসা শামীম আক্তার (বয়স ১৯)। ওই যুবকের সাথে গত ২ মাস আগে বিয়ে হয় লাভপুরের বামনী গ্রামের আমিনা বিবির সাথে। গত ৪ দিন আগে শশুর বাড়ী এসেছিলেন বেড়াতে।
রবিবার ভোর রাতে শশুর বাড়ী প্রতিবেশিদের কাছে থেকে ফোন যায় ছেলের পরিবারের কাছে শামীম আক্তার এর মৃত্যু হয়েছে। তার পর ছেলের বাড়ির পরিবারের লোকজন ও আত্মীয়রা বাড়িতে এসে দেখে মৃত দেহটি নেই তার পর লাভপুর হাসপাতালে এসে দেখতে পাই। পরিবারের লোকজন দেখে কান দিয়ে রক্ত বেরোচ্ছে কানের কাছে আঘাতের দাগ আছে। যদিও ছেলের পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ করছে।
লাভপুর থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। খুন না অন্য কিছু ঘটনার তদণ্ডে লাভপুর থানার পুলিশ। যদিও লাভপুর থানার পুলিশ মৃতের স্ত্রী সহ ৪ জনকে আটক করে জিজ্ঞাসা করছে।
মৃতের আত্মীয় আনারুল হক বলেন, গত দু মাস আগে সাঁইথিয়ার গ্রামের শামীম আক্তারের সাথে লাভপুরের বামনি গ্রামের আমিনা বিবির সাথে বিয়ে হয়। গত চারদিন আগে শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিল। হঠাৎ করে ভোর বেলায় ফোন যায় যে শামীম আক্তারের মৃত্যু হয়েছে।
মৃত্যুর খবর শুনে তড়িঘড়ি লাভপুর হাসপাতাল পৌঁছায়, পৌঁছে দেখি মৃতদের ডান কানে ওপরে আঘাতের চিহ্ন আছে কান থেকে রক্ত বেরোচ্ছে। আমাদের সন্দেহ যুবককে প্ল্যান মাফিক খুন করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এসেছি দোষীদের শাস্তির দাবি জানাতে।


No comments:
Post a Comment