Breaking

Tuesday, July 26, 2022

মঙ্গলবার দার্জিলিং জেলা বামপন্থী যুব সংগঠনের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট :- দার্জিলিং জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে কি প্রক্রিয়াতে নিয়োগ করা হয়েছে? সেই দাবি নিয়ে মঙ্গলবার দার্জিলিং জেলা বামপন্থী যুব সংগঠনের বিক্ষোভ। 

এদিন শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল দপ্তরের সামনে প্রধান গেট বন্ধ করে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল ডিওয়াইএফআই এর সদস্যরা। 

বিক্ষোভকারীদের দাবি ২৭ জন নিয়োগ হয়েছে জেলা থেকে সেই ২৭ জনকে কি প্রক্রিয়ায় নিয়োগ করা হল জানতে চেয়ে অবস্থানে দার্জিলিং জেলা ডিওয়াইএফআই।


No comments:

Post a Comment

Adbox