ডেস্ক রিপোর্ট :- বাড়ির গ্রিলে ঝোলানো চিঠি। চিঠি খুলতেই আতঙ্কিত পরিবার। নিষিদ্ধ সংগঠনের নামের একটি সিলমোহর দেওয়া চিঠিতে দাবি পাঁচলক্ষ টাকা। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি শহরে।
সোমবার সকালে ধূপগুড়ি পুরসভার ১২ নং ওয়ার্ডের এক ব্যক্তির বাড়ির গ্রিলে একটি চিঠি ঝোলানো অবস্থায় দেখতে পাওয়া যায় বলে দাবি।এরপর সেই চিঠি খুলতেই দেখা যায় তাতে বাড়ির মালিককে উদ্দেশ্য করে লেখা রয়েছে বাড়ির মালিক এবং তার ছেলের উপর নজর রাখা হয়েছে, ভালো চাইলে পাঁচ লক্ষ সংগঠনে দান করতে। আর টাকা পৌছে দিতে শহরের ঐ ওয়ার্ডের একটি নির্দিষ্ট ঠিকানায় সাইকেলে রাখা ব্যাগে রেখে আসতে বলা হয়।
এই চিঠি হাতে পড়তেই ঐ ব্যক্তি বিষয়টি পুলিশের কাছে পৌছায় এবং শুরু হয়ে ঘটনার তদন্ত।
সোমবার দুপুর নাগাদ বিষয়টি পুলিশের কাছে পৌছায়। বিকালে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ঐ বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন।
জেলা পুলিশ সুপারের এই বিষয়ে ফোনে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। ওনার বাড়িতে চিঠি ফেলে দিয়ে গিয়েছিল। তবে চিঠিটি ঐ সংগঠনের না অন্য কেউ ঐ সংগঠনের নাম ব্যবহার করে চিঠি দেওয়ার বিষয়ে পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সেই বিষয়ে এখনি কিছু বলা যাবে না বলে পুলিশ সুপার জানান।


No comments:
Post a Comment