Breaking

Tuesday, July 26, 2022

বৃষ্টিকে উপেক্ষা করে আচমকাই অভিযান ব্লক উন্নয়ন দফতর এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের

ডেস্ক রিপোর্ট :- বৃষ্টিকে উপেক্ষা করে আচমকাই অভিযান ব্লক উন্নয়ন দফতর এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের। আটক পাঁচ থেকে সাতটি ডাম্পার এবং ট্রাক্টর ট্রলি। মঙ্গলবার সকালে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন স্থানে এশিয়ান হাইওয়ের উপর ধূপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক শঙ্খ দীপ দাস এবং ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দফতরের আধিকারিক জয়দীপ ঘোষ রায় ও ধূপগুড়ি থানার পুলিশকে নিয়ে অভিযানে নামেন।

প্রথমে ঝাড় আলতাগ্রাম ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি অবৈধ ভাবে বালি বোঝাই ট্রাক্টর সহ ট্রলি আটক করা হয় এবং গিলান্ডি সেতু সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়েতে সন্দেহভাজন ডাম্পার আটক করে তল্লাশি চালাতে গেলে তার বৈধ কাগজ পত্র মেলেনি। 

এরপর ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ে তে প্রায় ৫ টি ডাম্পার আটক করে। সেগুলির কাগজ পত্র তল্লাশি করতে গেলে অধিকাংশ ডাম্পারের কাগজপত্র বৈধ নয় বলে অভিযোগ। আটক ডাম্পারগুলিকে থানায় নিয়ে আসা হয়ে।

ধূপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক শঙ্খ দীপ দাস বলেন, অবৈধ ভাবে বালি পাথরের বিরুদ্ধে অভিযানে নামা হয়েছিল। কয়েকটি ডাম্পার আটক করা হয়েছে। এই ধরনের অভিযান আগামী দিনে চলবে। ধূপগুড়ি ব্লকের ভূমি এবং ভুমি সংস্কার দফতরের আধিকারিক জয়দীপ ঘোষ রায় বলেন, বেশ কিছু ডাম্পার এবং ট্রাক্টর আটক করা হয়। যারমধ্যে কিছু যানবাহনের কাগজ নেই, আবার কিছু ডাম্পারের কাগজে থাকলেও তা বেশ কিছুদিনের পুরোনো। সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি এই ধরনের অভিযান আগামীতে আরো চালানো হবে।

No comments:

Post a Comment

Adbox