Breaking

Tuesday, July 26, 2022

পথ দুর্ঘটনায় আহত মহিলা

ডেস্ক রিপোর্ট :- পথ দুর্ঘটনায় আহত মহিলা। বাগডোগরা বিহার মোড়ে সিটি অটো ও একটি স্কুটির মধ্যে সংঘর্ষ হয় স্কুটিতে বসে থাকা মহিলা ও স্কুটি চালক দুজনেই আহত হয় বলে জানা গিয়েছে। 

বাগডোগরা ব্যাঙডুবি হাসপাতাল থেকে আসার পথে স্কুটির সঙ্গে সিটি অটোর সজোরে আঘাত লাগে এবং তাতে গুরুতর আহত হন মহিলা। 

তাকে প্রাথমিক হাসপাতালে পাঠানো হয় ও সিটি অটো টিকে বাজেয়াপ্ত করে বাগডোগরা থানায় নিয়ে যাওয়া হয়।

No comments:

Post a Comment

Adbox