ডেস্ক রিপোর্ট :- শিলিগুড়ি মহকুমা পরিষদ প্রথমবার নিজেদের দখলে আনতে পেরেছে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃনমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ পঞ্চায়েত সমিতির সভাধিপতি ও সহ সভাধিপতি নাম ঘোষনা করেছেন।
গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধানের নাম ঘোষনাও হয়ে গিয়েছে। মঙ্গলবার মাটিগাড়ার পঞ্চায়েত সমিতির হল ঘড়ে সভাধিপতি ও সহ সভাধিপতি শপথ গ্রহন করেন। এরপর প্রধান ও উপ প্রধানরা শপথ নেয়।
এদিনের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, উপ মন্ত্রী সবিনা ইয়াসমিন, এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, দার্জিলিং জেলার জেলা শাসক এস পন্নমবলম সহ তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা৷ শপথ গ্রহনের পর নির্বাচিতদের আঠারোখাই খেলার মাঠে অভ্যর্থনা জানানো হয়।


No comments:
Post a Comment