ডেস্ক রিপোর্ট, আমার কলম :- টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান ‘মহানায়ক’ পুরস্কারে সম্মানিত হয়েছেন। পাশাপাশি এই একই সম্মান পেলেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী।
সংস্কৃতি জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিদের, পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে, 'বঙ্গভূষণ', 'বঙ্গবিভূষণ', এবং 'মহানায়ক' পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার দেওয়া হয় শেষবার ২০১৮ সালে। মাঝের কয়েক বছর করোনার কারণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা যায়নি। ২৫ জুলাই, সোমবার, নজরুল মঞ্চ থেকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, ইন্দ্রনীল সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত একটি চিঠি প্রত্যেকের কাছেই পাঠানো হয় পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে। শিল্পীদের বাংলা চলচ্চিত্র জগতের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যই তাকে সম্মানিত করা হচ্ছে , - চিঠিটি এই মর্মে লেখা হয়।
'বঙ্গভূষণ' পুরস্কার পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা দীপক অধিকারী (দেব), জিৎ গাঙ্গুলী, সৃজিত মুখার্জি, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রানী হালদার, ক্রিকেটার ঋদ্ধিমান সাহা, ইমন চক্রবর্তী, জুন মালিয়া, লীনা গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে।
'বঙ্গবিভূষণ' পুরস্কার পেলেন গায়ক কুমার শানু, রাধেশ্যাম গোয়েঙ্কা, হর্ষবর্ধন নেওটিয়া, দেবশংকর হালদার, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।
এছাড়াও মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাব, ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব, মহামেডান স্পোটিং ক্লাব কেও 'বঙ্গবিভূষণ' পুরস্কার দেওয়া হয়েছে।


No comments:
Post a Comment